
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
কনকনে শীতের মাঝেই তিস্তার জলে প্লাবিত হওয়ার আশঙ্খা।
সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের।
পাহাড়ের কালিঝোড়া বাঁধ থেকে জরুরি ভিত্তিতে আচমকাই প্রচুর পরিমাণ জল ছাড়া হলো তিস্তায়। এর ফলে তিস্তা নদীতে হড়পা বানের আশঙ্কা করে নদী সংলগ্ন জনবসতি এলাকায় সতর্কতা জারি করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বিকেল থেকেই মাইকিং করে তিস্তা নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।