
শুভাশিস ঘোষঃ মঙ্গলবার থেকে ওডিশার রাজধানী ভুবনেশ্বরে শুরু হচ্ছে ২০২৪ মরশুমেরে কলিঙ্গ সুপার কাপ। যা বাংলার ফুটবল সমর্থকদের জন্য আনন্দের খবর। বিশেষত ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের কাছে। কাপ শুরুর প্রথম দিনের ম্যাচেই শক্তি প্রদর্শনে নামছে বাংলার গঙ্গাপারের শতাব্দী প্রাচীন দুই ক্লাব। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি এবং মোহনবাগানের প্রতিপক্ষ আইলিগের ক্লাব শ্রীনিধি ডেকান। সেমিফাইনালের দরজা খোলা রাখতে জয় পেতে মরিয়া থাকবেই দুই দল। লাল হলুদ হোক কিংবা সবুজ মেরুন দুই দলই রয়েছে গ্রুপ ‘এ’। সেই সূত্রেই ১৯ জানুয়ারি ভুবনেশ্বরে মাঠিতে রয়েছে কলকাতা ডার্বি। তাই বাংলার ফুটবল প্রেমীদের কাছে সুপার কাপ হল আরও এক আকর্ষণের কারণ।