
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: অবশেষে পূর্ণিমা কান্দুর বাড়িতে ফরেনসিক দল। দুর্গাপুর থেকে ফরেনসিক দলের কয়েকজন সদস্য পূর্ণিমার বাড়িতে গিয়ে সেই ঘর থেকে নমুনা সংগ্রহ করেন, যেখানে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল । উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ নিজের বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় পূর্ণিমা কান্দুকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। সেই সময় থেকে তালা বন্ধ ছিল সেই ঘর, সেখানে ছিল পুলিশি পাহারা | বুধবার সেই ঘরের তালা খুললো ফরেনসিক দল, সঙ্গে ছিল ঝালদা থানার পুলিশ।
ঝালদা পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলার পূর্ণিমা কান্দু, তার স্বামী ২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার পর থেকেই খবরের শিরোনামে চলে আসেন। তিনি হাইকোর্টে গিয়ে স্বামীর হত্যার সিবিআই তদন্তের আদেশ নিয়ে আসেন। তার কিছুদিন কাটছে না কাটতেই তার নিজের বাড়িতেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। সেই রহস্যের কিনারা করতেই বুধবার ঘটনার স্থলে পৌঁছায় ফরেনসিক টিম।