
নিজস্ব প্রতিনিধিঃ বহিষ্কার করেও মহুয়া মৈত্রের মুখ বন্ধ করতে পারলো না বিজেপি। উত্তরপ্রদেশের আইআইটি-বিএইচইউ ক্যাম্পাসে গণধর্ষনের ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বড়োসড়ো নিশানা বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তিনি বলেন, “ঠোক দিজিয়ে স্যার। ইসবার বুলডোজার চালানে মে ইতনে দের কিউ?”
মাস দুয়েক আগে আইআইটি-বিএইচইউ ক্যাম্পাসের ভিতরে এক ছাত্রীকে গণধর্ষন করা হয়। এই ঘটনায় সম্প্রতি গ্রেফতার করা হয় তিন যুবককে। অভিযুক্তরা বিজেপি আইটি সেলের সদস্য বলে দাবি করে বিরোধীরা। এ প্রসঙ্গে একাধিক বিরোধী রাজনৈতিক ব্যাক্তিত্ব যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ক্ষমতায় আসার পর যোগী আদিত্যনাথ বলেছিলেন, যে অপরাধ করবে তাকে সোজাসুজি গুলি করে মারা হবে। তাঁর এই ঠোক দো পলিসির জোরে বেশ কিছু অভিযুক্তকে এনকাউন্টারও করা হয়। কিন্তু এইবারে কেন এত দেরি হচ্ছে সেই প্রশ্ন উঠছে বিরোধী দলগুলির তরফ থেকে।