
উজ্জ্বল হোড় ,জলপাইগুড়ি: রাজগঞ্জ ব্লকবাসীদের জন্য সুখবর। গজলডোবায় উদ্বোধন হল নতুন ঝুলন্ত সেতু। সোমবার সেতুটির উদ্বোধন হয়। উদ্বোধন পর থেকেই নতুন সেতুর উপর ভিড় জমতে দেখা যায় পর্যটকদের। নতুন সেতুর উপরে কচি কাচাদের নাচে গানে মেতে ওঠার ছবিও ধরা পরে। গজল ডোবায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো। সেই ভোরের আলোতেই জুড়লো নয়া পালক। চার বছর ধরে নির্মাণের পর রাজগঞ্জ ব্লকের গজল ডোবার ভোরের আলোর উপরে উদ্বোধন হল ঝুলন্ত সেতুর। সেতু তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০৯ কোটি। যান বাহনের ক্ষেত্রে তেমন কোন নিষেধ নেই তবে এই সেতুর ওপর হাঁটা নিষিদ্ধ বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।