
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা: রাখে হরি মারে কে- এই প্রবাদ বাক্যই যেন সত্যি হলো। পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের সহযোগিতায় প্রাণে বাঁচলেন ৮ মৎস্যজীবী। গত পরশুদিন ইলিশের সন্ধানে গঙ্গাসাগর থেকে একটি ছোট ট্রলার নিয়ে ৮ জন মৎস্যজীবীর দল পাড়ি দিয়েছিলেন গভীর সমুদ্রে। তবে গভীর সমুদ্রে পৌঁছতেই ঘটে বিপত্তি। প্রচন্ড ঢেউয়ে হাড়িভাঙ্গা এলাকায় উল্টে যায় ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা তেলের ব্যারেল এবং কয়েকটি বাঁশ নিয়ে সে সময় নিজেদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে তাদের এই চেষ্টা দেখে শেষমেষ প্রসন্ন হন ভাগ্য দেবী। শেষ পর্যন্ত পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। এরপর সাগরে যোগাযোগ করা হয়।সাগর থেকে ইতিমধ্যেই মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।