
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: “কথায় বলে নদীর ধারে বাস, দুঃখ বার মাস”। গত কয়েকদিন আগে প্রাকৃতিক বিপর্যয় গেলেও বর্তমানে খটখটে রোদের মধ্যে গঙ্গাসাগরের নদী বাঁধে ফাটল দেখা গিয়েছে। এলাকায় ঢুকছে জল, আতঙ্কে এলাকাবাসীরা। নদী বাঁধ তৈরিতে আর্থিক দুর্নীতির অভিযোগও করেছেন তারা।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষ্ণনগর পয়লা ঘেরি অঞ্চলের। যেখানকার বিধায়ক স্বয়ং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নদী বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক মানুষের বাস। হঠাৎ করেই শনিবার নদী বাঁধে এলাকার মানুষেরা ফাটল দেখতে পান, শুধু তাই নয় ফাটল দিয়ে জলও এলাকায় ঢুকতে দেখেন তারা। রবিবার জোয়ার এলে এলাকাবাসীরা আতঙ্কে হাঁড়ি কড়া নিয়ে বেরিয়ে পড়ে নিরাপদ জায়গার উদ্দেশ্যে। এলাকাবাসী ও বিরোধীদের অভিযোগ বারবার এই নদী বাঁধ সংস্কারের কাজ করা হয় বর্ষাকালে, নদীবাঁধ সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা এলেও সামান্য তাপ্পি দিয়ে সেই টাকায় নিজেদের পকেট ভরায় এলাকার নেতা এবং কন্ট্রাকটররা। এখন নদী বাঁধটিকে স্থায়ী ভাবে মেরামত করার দাবি তুলছেন এলাকাবাসীরা।
বিজেপির বুথ সভাপতি বাবলু মন্ডল এই নদীবাঁধ তৈরির নামে দুর্নীতির অভিযোগ তোলেন। পঞ্চায়েত সমিতির শাসক দলের পূর্ত কর্মদক্ষ আব্দুল সামাদ আলী খান এই বিষয়ে জানান, শীঘ্রই এলাকায় নদী বাঁধের কাজ করা হবে। এবার কত দিনে এই দুর্ভোগ শেষ হয়, সেইদিকে তাকিয়ে প্রহর গুনছেন এলাকার মানুষ।