
গোপাল শীল,গঙ্গাসাগর: শনিবার বিকাল থেকেই পুণ্যার্থীদের ভীড় বাড়তে শুরু হয়েছে গঙ্গাসাগরে। অস্থায়ী শেড গুলি থেকে ভীড় উপচে চলে এসেছে খোলা আকাশের নিচে।উত্তরে হাওয়া আর প্রবল ঠান্ডা কে উপেক্ষা করে লক্ষ লক্ষ পূন্যার্থীর মুখে একটাই আওয়াজ কপিলমুনি কি জয়।গঙ্গা মাই কি জয়।তবে পূণ্য স্নানের মাহেন্দ্রক্ষন নিয়ে অন্যবছরের মত এবছর ও নানা মুনির নানা মত। এক দল সাধুসন্ত মনে করেন এবারের ১৪ তারিখ ও ১৫ তারিখ দুদিন স্নান পর্ব চলবে । আগামিকাল ডুব দিতে তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন লক্ষ লক্ষ মানুষ ।শুধু ভারত বর্ষ নয়, ভারতের বাইরে থেকে ও বহু পূণ্যার্থী এসে ভীড় করেছেন গঙ্গা সাগর মেলাতে ।
যেহেতু সোমবার ও মঙ্গলবার মকর সংক্রান্তির স্নান করবেন পুণ্যার্থীরা,তাই অনুমান করা হচ্ছে এই দুই দিন কয়েক লক্ষ তীর্থ যাত্রীর সমাগম হবে । সেইমতো প্রশাসন, সমস্ত বিভাগ গুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ।