
সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা: আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন জায়গা থেকে গঙ্গাসাগর মেলায় আসেন পুণ্যার্থীরা। যার জন্য সতর্ক থাকে প্রশাসন। অতীতে পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের ঘটনাও ঘটেছে। আসন্ন মেলাতে তার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক জেলা প্রশাসন। পুণ্যার্থীদের চিকিৎসার জন্য রাজ্যের প্রথম সারির হাসপাতাল এসএসকেএম-এ আগে থেকেই বেশ কিছু বেড সংরক্ষণ করে রাখা হয়েছে। সোমবার আলিপুরে জেলাশাসকের দফতরে সাংবাদিক বৈঠক করে একথা জানান দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা।
এবারের গঙ্গাসাগর মেলাতে মোতায়েন থাকবে ১৩ হাজার পুলিশ কর্মী। সেইসঙ্গে সিভিল ডিফেন্সে ১৫টি টিম থাকবে মেলাতে। গোটা মেলার অঞ্চলকে ১২টি জোনে ভাগ করা হয়েছে বলে জানান সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও।
আগামী গঙ্গাসাগর মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারে রেকর্ড সংখ্যক পুণ্যার্থী আসবেন বলে মনে করছে প্রশাসন।
ভিডিও দেখুন-