
গোপাল শীল,সাগরঃ পুণ্য লাভের আশায় গঙ্গাসাগরে দিলীপ ঘোষ। বুধবার ভোরে কুয়াশাকে উপেক্ষা করে, পূর্ণ স্নান করলেন বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি। পুজো দিলেন কপিলমনির মন্দিরে।
কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এবার পুণ্য অর্জনের আশায় সাগরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বুধবার ভোরে কুয়াশাকে উপেক্ষা করে কয়েক হাজার পুণ্যার্থীদের সঙ্গে পূর্ণ স্নান করলেন বঙ্গ বিজেপির প্রক্তন সভাপতি দিলীপ ঘোষ। পুণ্য স্নান করে কপিলমনি মন্দিরে পুজো দিলেন তিনি। মন্দিরের বাইরে সাংবাদিক দের মুখোমুখি হয়ে মেদিনীপুরের বিজেপি সংসদ বলেন,জীবনে সবার ইচ্ছা থেকে গঙ্গাসাগরে পুণ্য স্নান করার।
গঙ্গাসাগরের ব্যবস্থা দেখে খুশি দিলীপ ঘোষ। এই গঙ্গাসাগর মেলায় ভবিষ্যতে কেন্দ্রীয় অর্থ আসবে বলে দাবি করেন, মেদিনীপুরের বিজেপি সংসদ।