
ওঙ্কার ডেস্ক: সম্প্রতি “গ্রিন গঙ্গাসাগর মেলা” উদ্যোগকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন ও জিবিডিএ এর উদ্যোগে সাড়ে তিন কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। গঙ্গাসাগর মেলাকে দূষণমুক্ত রাখার বার্তা জনমানসে ছড়িয়ে দিতে এই দৌড়ের নাম দেওয়া হয়েছিল” রান ফর গ্রিন গঙ্গাসাগর”।এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ২০৩ জন প্রতিযোগী।মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে বায়ু,জল,পরিবেশ দূষণ মুক্ত রাখাই এই দৌড় প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল।অংশ গ্রহণ করেছিলেন এডিম জেনারেল, এডিম এল এ, কোস্টগার্ড,এন জিও আধিকারিক, সাগর কলেজের কয়েকশ ছাত্র ছাত্রী এবং অসংখ্য সাধারণ মানুষ।
উল্লেখ্য, ৯ ই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা।প্রতিবছর এই সাগর মেলার পুণ্যস্নানে লক্ষ লক্ষ ভক্ত প্রাণ মানুষের সমাগম হয়। এর ফলে মেলা প্রাঙ্গণে প্রচুর আবর্জনা ও জমা হয়। আর তাই পরিবেশ দূষণের মাত্রাও অত্যধিক হারে বাড়ে। এবারের গঙ্গাসাগর মেলায় তাই দূষণ রোধে বেশ কিছু অভিনব উদ্যোগ নিয়েছে প্রশাসন ।
এই জনপ্রিয় মেলা কে স্বচ্ছ ও গ্রিন করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই লক্ষ্যে প্রশাসনের তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার সেই উদ্দেশ্যকে সফল করতে দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ” রান ফর গ্রিন গঙ্গাসাগর”