
নিজস্ব প্রতিনিধি :ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব অনুষ্ঠান করল কলকাতার বিখ্যাত জেনেসিস হাসপাতাল। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া সেখানে হেলথ ক্যাফে একলোসিয়াটসে প্রস্তুত করা খাবারও সামনে এলো। হাসপাতালের এমডি ডক্টর পূর্ণেন্দু রায় এদিন জানালেন, আমরা যেন ভুলে না যাই আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের ভূমিকা। শুধু তাঁদের ভূমিকা শোনালে হয়ত ভালো লাগবে না নতুন প্রজন্মর তাই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের স্মরণ করা।এখন মানুষের শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ ঠিক রাখাও একটা কঠিন চ্যালেঞ্জ আমরা সেটা করতে বদ্ধপরিকর।’এছাড়া এদিন উপস্থিত ছিলেন আইএইচএ গ্রুপের চেয়ারম্যান সতনাম সিং আহলুলিয়া। এদিন সমস্ত ডাক্তারদের সম্মান জানানো হয়। এদিন জেনেসিসের অন্যতম ডিরেক্টর তথা ট্রাস্টি অলিভিয়া ডানলপের পরিচালনায় অনুষ্ঠানটি সুন্দর হয়ে ওঠে।