
প্রশান্ত দাস, মালদা:ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ । বাংলা,ইংরেজি ইতিহাসের পর এবার ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠলো।এবারও পরীক্ষাকেন্দ্র মালদা জেলার একটি স্কুল। সূত্রের খবর মালদার মানিকচক ও ইংরেজবাজারের স্কুল থেকে মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মোবাইল সহ মানিকচকের এনায়েতপুর হাই স্কুল ও ইংরেজবাজারের রায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই পর্যদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সরজমিনে সেইসব স্কুলের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছেন । মঙ্গলবার ছিলো মাধ্যমিকের ভুগোল পরীক্ষা। পরীক্ষা চলাকালীন মালদা জেলার বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।উল্লেখ্য, ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে বড় পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশ্নপত্রের উপরেই কোডের ব্যবহার করা হয়েছে। যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে। প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবহার করা হয়েছে। এছাড়া মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস রোখা সম্ভব হচ্ছে না। আর তাই প্রশ্ন ফাঁস ঘিরে উঠছে নানান প্রশ্ন।