
নিজস্ব প্রতিনিধিঃ অশুভ শক্তির নজর এড়াতে ভারতীয় রীতি মেনে নতুন কেনা গাড়িতে লেবু-লঙ্কা ঝোলালেন জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারমেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। অ্যাকারমেন ২০২২ সাল থেকে জার্মানির রাষ্ট্রদূত হিসেবে ভারতে রয়েছেন ফিলিপ অ্যাকারমেন। গত দু বছর ধরে ভারতে থাকার ফলে ভারতীয় রীতি নীতি বেশ খানিক আয়ত্ব করে ফেলেছেন তিনি। একইসঙ্গে আয়ত্ব করেছেন ভারতীয় সংস্কারও। তারই প্রতিফলন দেখা গেল এই ভাইরাল ভিডিওতে। আসলে বহু টাকা ব্যয়ে সম্প্রতি এক বিলাসবহুল বিএমডব্লু গাড়ি কিনেছেন অ্যাকারমেন। বিদ্যুৎ চালিত বিএমডব্লু তাঁর বাসভবনে পৌঁছতেই ভারতীয় রীতি মেনে গাড়িটিকে রীতিমতো বরণ করে নেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাপড়ে ঢাকা রয়েছে একটি গাড়ি। সেই কাপড় সরাতেই বেরিয়ে আসে ঝাঁ চকচকে কালো এক বিএমডব্লু। রাষ্ট্রদূত হওয়ার সুবাদে গাড়িতে নিজের দেশের পতাকা লাগান ফিলিপ। তাঁর হাতে তুলে দেওয়া হয় গাড়ির চাবি। এর পর হঠাৎ দেখা যায়, এক ব্যক্তি ফিলিপের হাতে ধরিয়ে দিলে লেবু-লঙ্কার মালা। সেটি হাতে নিয়ে গাড়ির ভেতর ঢুকে তা ঝুলিয়ে দেন তিনি। এর পর ভারতীয় সংস্কৃতি মেনে গাড়ির সামনে ফাটানো হয় নারকেল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় কেউ সাধু বাদ জানিয়েছেন কেউ বা ‘কু’, সংস্কার বলে নিন্দা করেছেন।