
নিজেস্ব প্রতিনিধি, রামপুরহাটঃ উচ্ছেদ’ রুখতে বুলডোজার সামনে রুখে দাঁড়ালেন সিপিএম কমিশনার সঞ্জীব মল্লিক। কাউন্সিলরের পক্ষ নেন এলাকার বহু ছোট,ক্ষুদ্র দোকানদারেরা। পুলিশ বাহিনীর কাছে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় রামপুরহাটের পুরসভার এক মাত্র বাম কমিশনার সঞ্জীব মল্লিকে।
‘উচ্ছেদ’ রুখতে বুলডোজার সামনে রুখে দাঁড়ালেন সিপিএম কমিশনার। তার দাবি রাজ্য সরকারের ‘উচ্ছেদ’ অভিযানের নামে গরিব মানুষের রুটি রুজির উপর আঘাত করছে। তিনি আর কেউ নন, তিনি রামপুরহাট শহরের একমাত্র সিপিএম কমিশনার সঞ্জীব মল্লিক।
বৃহস্পতিবার সকালে রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পান্ডে নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। রামপুরহাটে পুর এলাকার ৩ এবং ১৭ নাম্বার ওয়ার্ডে উচ্ছেদ অভিযানে নামে পৌরসভা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। মেশিনের আঘাত নেমে আসে পরপর দোকানে। ছুটে যান সিপিআই কমিশনার সঞ্জীব। বুলডোজার সামনে বুক আগলে রুখে দাঁড়ান। উচ্ছেদ রুখতে মরিয়া হয়ে ওঠেন কমিশনার সঞ্জীব মল্লিক। কমিশনার পক্ষ নেন এলাকার বহু ছোট,ক্ষুদ্র দোকানদারেরা। শুরু করে বচসা। পুলিশ বাহিনীর গলা ধাক্কা, চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় বামেদের কাউন্সিলর সঞ্জীব মল্লিক।