
বিক্রমাদিত্য বিশ্বাস, চোপড়া : লোকসভা নির্বাচন যে দরজায় কড়া নাড়ছে তা বোঝাই যাচ্ছে. ভোটের উত্তাপে সরগরম বাংলার উত্তর থেকে দক্ষিণ। পাহাড় থেকে সমতল, জোরকদমে প্রচার সারছেন প্রার্থীরা। ২৬ এপ্রিল ভোটগ্রহণ দার্জিলিং কেন্দ্রে. প্রার্থী ঘোষনার পর এই প্রথমবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া বিধানসভায় পরিচিতি সভা করলেন করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। শনিবার চোপড়া বিধানসভার থানা মাঠে এই সভার আয়োজন করা হয় চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গোপাল লামা ছাড়াও উপস্থিত ছিলেন, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা।
প্রার্থী গোপাল লামা জানিয়েছেন, তার প্রতিপক্ষ কে রয়েছেন, তাঁর জানা নেই। তিনি নিজের কাজ করে যাচ্ছেন।