
শুভাশিস ঘোষ: কোচ হয়েও গম্ভীর নিজস্ব ফর্মুলা ধরে রাখলেন। দ্রুত রান তোলার জন্য ২০১৫ সালে সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করিয়েছিলেন গৌতম। ৯ বছর পর একই ফর্মুলা ব্যবহার করলেন তিনি। তবে সুনীলের ভুলে সব শেষে। দ্বিতীয় ওভারের শেষ বলে রান নিতে গিয়ে শেহবাজের ডিরেক্ট থ্রো, আউট সুনীল। মাত্র ২ রান করেই সাজঘরে ফিরতে হল তাঁকে।