
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর ,দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ,ফের তৃণমূলের বিরুদ্ধে উঠলো দাদাগিরির অভিযোগ। এবার পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে এক সরকারি আধিকারিক কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যা ও তাদের স্বামীদের বিরুদ্ধে। মারধোর করার পাশাপাশি ওই সরকারি কর্মীর প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে।। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। কুলপি ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে গত ২০ শে জুলাই।। ঘটনার পর থেকে ওই সচিব পঞ্চায়েত অফিসে কাজে আসছেন না বলে জানা গেছে। তবে বিষয়টি কুলপির বিডিও সৌরভ গুপ্তকে জানানো হয়েছে বলে জানা গেছে।