
প্রতীতি ঘোষ, হালিশহর: কথিত আছে হালিশহরের মেয়ে ছিলেন রানী রাসমণি। তাই তার নামে একটি মঞ্চের দাবি ছিল হালিশহরের বাসিন্দাদের । বিধায়ক সুবোধ অধিকারী সেই দাবি রাখবেন বোলে আশ্বাস দিয়েছিলেন। এবার সেই দাবি মেনে হালিশহরের বুকে ২ নম্বর ওয়ার্ডে এই প্রথম রানী রাসমনির মঞ্চের শুভ সূচনা করলেন বিধায়ক সুবোধ অধিকারী ও হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। এদিন এই উদ্যোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সুবোধ অধিকারী বলেন আগামীতে এই সংক্রান্ত শেডের দাবিও পূরণ করা হবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর ও এলাকার সাধারণ মানুষ। এদিন পৌরসভার চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানান।এলাকায় এই মঞ্চ হওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে খুশি কাউন্সিলর নিজেও। আগামীতে এলাকায় আরও উন্নতি হবে বলে আশাবাদী তিনি।