
সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: ডায়মন্ডহারবারের পর এবার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে রোগীর শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের মধ্যেই প্রেসার মাপার নাম করে নাবালিকা রোগীকে শ্লীলতাহানির অভিযোগ হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ রোগীর আত্মীয়দের।
সম্প্রতি ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক রোগীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে রোগীর প্রেসার মাপার নাম করে শ্লীলতাহানির অভিযোগ উঠল। হাসপাতালেরই এক কর্মী নাবালিকা রোগীর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে হাড়োয়া হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। রোগীর পরিবারের অভিযোগ, শুক্রবার ভোর চারটে নাগাদ ওই রোগীকে প্রেসার মাপার নাম করে হাসপাতালের এক কর্মী শ্লীলতাহানি করে। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় হাড়োয়া থানার পুলিশ। তদন্তে নেমে একজনকে আটক করেছে পুলিশ।