
ওঙ্কার বাংলা ডেস্ক: আবার কি করোনার স্মৃতি ফিরবে বিশ্বজুড়ে? চীন থেকে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আসার পর এমনই দাবি করছেন অনেকে। বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে, চিনে নতুন এক ভাইরাসের সন্ধান মিলেছে। যা নিয়ে শুরু হয়েছে উদ্বেগ ও আতঙ্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে চিনের হাসপাতালে রোগীদের লম্বা লাইন। ভিডিওতে দাবি করা হয়েছে রোগীর লাইনে দাঁড়ানো প্রায় সকলেই একটি ভাইরাসে আক্রান্ত, যেটির নাম হিউম্যান মেটাপনিউমো ভাইরাস (এইচএমপিভি)।
কোভিড-১৯ মহামারীর পাঁচ বছর পর চিনে এই ভাইরাস হানা দিয়েছে বলে দাবি করা হয়েছে। ক্রমে ভিড় বাড়ছে হাসপাতাল ও শ্মশানগুলিতে। বেশকিছু ভিডিওতে দাবি করা হয়েছে ইনফ্লুয়েঞ্জা-এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড -১৯-সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে। দাবি করা হয়েছে যে চিনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। । কোভিড- ১৯ এর মতো উপসর্গ এই ভাইরাসের সংক্রমণের ফলে দেখা যাচ্ছে মানুষের মধ্যে । খুব দ্রুত এক জনের থেকে অন্য জনের মধ্যে তা ছড়িয়ে পড়ছে৷ এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে শিশু ও কিশোররা। ফুসফুসে হানা দিচ্ছে এই এইচএমপিভি ভাইরাস।যদিও এই খবরের সত্যতা নিয়ে সুনির্দিষ্টভাবে এখন ও কিছু জানা যায়নি