
অরিন্দম হরি,বসিরহাট:
টানা দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন বসিরহাট শহর । নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি বসিরহাটেও শুরু হয়েছে বৃষ্টি। আর এই বৃষ্টিতেই বসিরহাট শহরের অধিকাংশ ওয়ার্ডই জলমগ্ন। বিশেষ করে বসিরহাট পৌরসভার ১৭, ১৮, ১৯ ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। রাস্তায় কোথাও হাঁটু সমান কোথাও আবার কোমর সমান জল জমে গেছে। এমনকি বাড়ির ভেতরেও ঢুকেছে বর্ষার জল। বাড়ির শৌচালয়ের ভেতর জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। এই সমস্যা শুধু প্রথম এ বছর নয়। বর্ষা এলেই এইরকম ভোগান্তিতে পড়তে হয় বসিরহাট পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের।তাই পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন শহরবাসীরা