
আদালত,নিজস্ব সংবাদদাতা: স্বচ্ছ নিয়োগের জন্য , পুনরায় লিখিত পরীক্ষা হবে। ওএমআর শিটের নম্বরের সঙ্গে যোগ হবে অ্যাকাডেমিক স্কোর এবং মৌখিক ইন্টারভিউয়ের নম্বর। এরপর নতুন প্যানেল প্রকাশ হবে। নতুন প্যানেলে নাম থাকা চাকরিপ্রাপকদের নতুন করে নিয়োগপত্র দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।পাশাপাশি উল্লেখ করতে হবে যোগ্যতা, অন্যান্য নিয়ম ও শর্তাবলীর। পুর্নমূল্যায়নের পর অবিলম্বে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে। আদালত স্পষ্ট করেছে, টেন্ডার ডেকে নিয়োগে অংশ নেওয়া ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ফের মূল্যায়ন করতে। তবে সেক্ষেত্রে নাইসা বাদ দিয়ে অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দিতে হবে।
ইতিমধ্যেই আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়ার অনেক ওএমআর শিট বা উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। কিন্তু বাকি যেগুলি এখনও আপলোড করা হয়নি, সেগুলি দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছে আদালত। উত্তরপত্র যাতে জনগণ যাতে দেখতে পান, সেই ব্যবস্থাও করতে হবে। এরইসঙ্গে আদালতের নির্দেশ, সব শূন্যপদে এসএসসিকে দ্রুততার সঙ্গে নিয়োগ করতে হবে।