
অরিন্দম হরি, হিঙ্গলগঞ্জঃ লম্বায় প্রায় তিন ফুট! কোন প্রজাতির মাছ একবার দেখে বোঝার উপায় নেই। আর এই মাছই এবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সুন্দরবনবাসীর কাছে। তাঁদের বিশ্বস ধান নষ্ট করতেই নাকি এই মাছের জন্ম। যদিও মীন ভবন সূত্রে খবর, এই প্রজাতির মাছের নাম বাঙস। এটি একটি বিলুপ্ত প্রজাতির মাছ।
হিঙ্গলগঞ্জে দেখা মিলল বিশালাকার এক মাছের। লম্বায় তিন ফুট, ওজন পাঁচ কেজি। এই প্রজাতির মাছকে নিয়ে নানা প্রচলিত ধারণা আছে। সুন্দরবন অঞ্চলের মানুষ মনে করেন, এই মাছের একমাত্র উদ্দেশ্য নাকি ধানের জমির ক্ষতি করা। এলাকায় এই মাছের চলতি নাম বাঙস মাছ। আমবেড়িয়া গ্রামের তারাপদ মন্ডলের ধানের জমিতে দেখা মিলল এই বাঙস মাছের। আর এই মাছের কারণেই এখন চিন্তার ভাঁজ এলাকার কৃষকদের কপালে।
বিলুপ্ত প্রজাতির মাছ দেখতে ভিড় জমাচ্ছেন পথ চলতি মানুষ। গাড়ি থেকে নেমেও একবার ঢুঁ মেরে যাচ্ছে লোকজন। মীন ভবন সূত্রে খবর, বাঙস একটি একটি বিলুপ্ত প্রজাতির মাছ। এক সময় সুন্দরবনের নদী নালায় দেখা যেত। কিন্তু কালের নিয়মে এই মাছে হাড়িয়ে গেছে। এই বাঙস মাছকে ঘিরে রয়েছে নানা লৌকিক অলৌকিক গল্প। কিছু ভুল ধারণা। কিছু কু সংস্কার। অনেক না জানা কথা।