
সমর্পিতা বন্দ্যোপাধ্যায় ওঙ্কার ডেস্ক : হুগলির ভদ্রেশ্বরে আয়োজিত হল ছবির মেলা আর্ট একাডেমি। প্রায় ৭০ জন শিশু ও কিশোর অংশগ্রহণ করে এই মেলায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও শিক্ষক সজলকান্তি মিত্র। ভারতীয় রীতিতে কীভাবে ছবি আঁকা শেখানো হত, তা তিনি নিজে হাতে করে দেখান সজলকান্তি। শিল্পী স্বপ্না ঘোষ শিশুদের নানা ধরণের মুখোশ তৈরি করা শেখান মেলাতে। এর পাশাপাশি বিশিষ্ট শিল্পীরা এক্রিলিক পেন্টিং-এর ওয়ার্কশপ করেন। ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তাপস মজুমদার, সজলকান্তি মিত্র, দেবনাথ ঘোষ, কিংশুক সরকারের মত নামীদামী শিল্পীরা। আর্ট একাডেমিতে শিল্প প্রেমী একাধিক মানুষ ছবি দেখতে ভিড় জমান। ছবি কেনেন।
মেলার কর্ণধার গৌতম ঘোষ জানান, মেলার মাধ্যমে কিশোরদের হাতের কাজ, তাঁদের ছবি, তাঁদের সৃষ্টি পৌঁছে যাক ঘরে ঘরে, এটাই তাঁদের উদ্দেশ্য। তিনি আরও জানান, খুদে শিল্পীদের উৎসাহিত করতে এলাকার প্রচুর মানুষ ছবি কিনেছেন। অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিল্পীদের মানপত্র ও পদক দেওয়া হয়। পরিবেশ ভাবনায় শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছ।