
সুনন্দা দত্ত, হুগলি : রাজ্যজুড়ে ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন সহ বিভিন্ন পৌরসভাকে দেখা গিয়েছিল সক্রিয় ভূমিকায়। কিছু পৌরসভা দখল মুক্ত হলেও এখনো পর্যন্ত হুগলী চুঁচুড়া পৌরসভায় ফুটপাত দখলমুক্ত অভিযান চালায়নি পৌরসভা। তবে, মাইকিং করে সকল ব্যবসায়ীদের ,তর্ক করা হয়েছে। এরপর মঙ্গলবার বিজেপির যুব মোর্চার তরফ থেকে চুঁচুড়ায় হকারদের পুনর্বাসনের দাবি নিয়ে বিক্ষোভ দেখানো হয় হুগলী চুঁচুড়া পৌরসভায়। তাঁদের দাবি, অবিলম্বে সঠিকভাবে হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে দখলমুক্ত করতে হবে শহরকে.
এ বিষয় হুগলি চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায় বলেন, মাইকিং-এ প্রচার করা হচ্ছে যাতে হকাররা নিজে থেকেই অবৈধ দখল খালি করে দেন.
হকার-উচ্ছেদ ইস্যুতে বারবার উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে. এবার হকারদের পুনর্বাসনের দাবি নিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধানের কাছে স্মারকলিপি জমা দেয় হুগলি জেলা বিজেপি নেতৃত্ব.