
সুনন্দা দত্ত,হুগলী:আসন্ন লোকসভা নির্বাচনে কে হচ্ছেন বিজেপি প্রার্থী ।এখন এই প্রশ্ন নিয়ে তোলপাড় হুগলী লোকসভা কেন্দ্র।কারণ ইতি মধ্যেই নিজেদের বিজেপি প্রার্থী ঘোষনা করে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তিনজন । ফলে প্রার্থী পদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে জন মানসে ।এই আবহে বৃহস্পতিবার বাড়ি ,বাড়ি গিয়ে প্রচার করলেন লকেট চট্টোপাধ্যায়।এই বিষয়ে সাংসদ কে প্রশ্ন করা হলে তিনি বলেন শাসকদল দেওয়াল লিখে বিভ্রান্তি ছড়াচ্ছে। দলে কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই।এই কেন্দ্রে আমি ছিলাম ,এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো