
সুনন্দা দত্ত,হুগলী: রাজ্যে ফের একটি সোনার দোকানে ডাকাতি। ব্যারাকপুর, ডোমজুড়ের পর এবার ডাকাতির ঘটনা ঘটলো হুগলির চণ্ডীতলায়।ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী, ক্রেতা সেজে দোকানে ঢোকে। সেই সময় দোকান ফাঁকা ছিল। সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা।
দোকানে ঢুকে একটার পর একটা গহনা দেখতে থাকে একজন ।অপর জন দোকানের গেটের সামনেই বসে থাকে।দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন,আংটি সহ একাধিক সোনার তৈরি সামগ্রী পকেটে ভোরে চম্পট দেয় দুই দুষ্কৃতী।দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক এবং দুজনেই হিন্দিভাষী অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলেই দাবি দোকান মালিকের।
দুই দুষ্কৃতির কার্যকলাপ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।ইতি মধ্যেই চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।