
ওঙ্কার ডেস্ক:রেশন, নিয়োগ দুর্নীতির পর এবার একশো দিনের কাজের দুর্নীতির অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরে রথীন দে নামে এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। জানা গেছে এই রথীন দে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার ছিলেন। দুর্নীতির কারণে তিনি চাকরি খুইয়েছিলে বলে সূত্রের খবর। এছাড়াও জানা গেছে ২০১৭ সালে ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিলো। রথীন্দ্রনাথ দে সেই সময় মুর্শিদাবাদ জেলার নওদা গ্রাম পঞ্চায়েতের সচিব ছিলেন। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ফোর্স দিয়ে ঘিরে ফেলে বাড়িতে তল্লাশী করা হয়।অপরদিকে এদিন সাতসকালে ঝাড়গ্রামে ও সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় ইডিকে। জানা গেছে জাতিগত শংসাপত্র নিয়ে জালিয়াতি কাণ্ডে এই তদন্ত চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তায় তল্লাশী শুরু হয় ডব্লিউ বিসি এস অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে। মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের পাশাপাশি মঙ্গলবার সকাল দশটা নাগাদ ইডি হানা দেয় হুগলী জেলার চন্দন নগরের বাসিন্দা সন্দীপ সাঁধুখার বাড়িতে।সন্দীপ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক রূপে কাজ করেন বলে জানা গেছে।মঙ্গলবার সাত সকাল থেকে বিভিন্ন দুর্নীতির তদন্ত নিয়ে ইডি হানা দিয়েছে রাজ্যের একাধিক জেলায়।এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।