
সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল হাওড়ার ফোরশোর রোডে। জানা গিয়েছে, শুক্রবার সকালে ফোরশোর রোডের একটি জুট মিলে আগুন লেগে যায়। সেখান থেকে মিল সংলগ্ন ওই গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনা স্থলের পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। দমকলের ১৭টি ইঞ্জিন আগুন নে নেভানোর কাজ করছে। গুদামে কী মজুত ছিল, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ পাট এবং প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।