
অনুপ রায়, ওঙ্কার বাংলা: জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পাঁচলা থানার জয়নগরের সর্দারপাড়ায়।শনিবার সকালে উত্তেজিত এলাকাবাসী ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে, লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরানো হয়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে বছর ২৫ এর সোমনাথ সর্দারকে পাঁচলা থানার পুলিশ পুরানো এক মামলায় গ্রেফতার করে। বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন। জেল হেফাজতে থাকাকালীন শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন সোমনাথ। তাঁকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ মারধরের ফলে মৃত্যু হয়েছে সোমনাথের।স্থানীয়রা এর প্রতিবাদ দীর্ঘক্ষন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছর ৭ আগে সোমনাথ এক নাবালিকার সঙ্গে বিয়ে করেন। এই ঘটনায় নাবালিকার পরিবার তাঁর নামে পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেইমতো পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার শুরু করে। । মঙ্গলবার রাত ১০ টা নাগাদ ৩ জন পুলিশ কর্মী এই মামলায় সোমনাথকে গ্রেফতার করে নিয়ে যান।