
অনুপ রায়,হাওড়া:
ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো জামাই ও শাশুড়ির, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মেয়ে | লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া শান্তিনগরের ঘটনা । রবিবার রাতে বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন | ঘরের ভিতর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয় । আশঙ্কা জনক অবস্থায় অপরজনের হাসপাতালে চিকিৎসা চলছে | আগুন লাগার কারণ জানতে হবে ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার | হাসপাতালে ভর্তি রয়েছেন কমলা সানা।মৃত দুজন হলেন মধুসুধন সানা আঙ্গুর বালা দুলুই।