
অনুপ রায়,হাওড়া : ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাওড়ার মঙ্গলাহাট বাজার পরিদর্শন করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন নওশাদ। ব্যবসায়ীদের অভিযোগ , এই ঘটনার পেছনে রয়েছে তোলাবাজ শান্তিরঞ্জন দে। ব্যবসায়ীরা জানান, ৩০ বছর ধরে শান্তিরঞ্জন এলাকায় তোলাবাজি করে। প্রশাসনকে বারবার জানিয়েও তার কোন সুরাহা হয়নি বলে অভিযোগ।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নওশাদ সংবাদ মাধ্যমের সামনে জানান, সুকৌশলে হাওড়ার মঙ্গলাহাট বাজারে আগুন লাগানো হয়েছে।তার দাবি, যে জায়গা পুড়ে গিয়েছে সেই জায়গাতেই যেন তাদের পুনর্বাসন দেওয়া হয়।
নওশাদ সিদ্দিকীর আরও অভিযোগ, অগ্নিকান্ডের ঘটনার পর এত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে কেন গ্রেফতার করা হয়নি। এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত,শুক্রবার শহীদ সমাবেশ থেকে সরাসরি হাওড়া ময়দানের মঙ্গলাহাট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের জমি জট মিটিয়ে আবার পুনরায় মঙ্গলাহাট নির্মান করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। তবে তার পরেও কেন এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, প্রশ্ন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।