
অনুপ রায়,হাওড়া:শুক্রবার বিকেলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে হাওড়ায় একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলে হাওড়ার বালুহাটি গার্লস হাই স্কুল, ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এবং হাওড়ার বালুহাটি হাই স্কুলের পড়ুয়ারা যোগ দিয়েছিলো বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। এই প্রতিবাদ মিছিলে কেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা যোগ দিয়েছিল ? তার কারণ জানতে চাওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে । ২৪ ঘণ্টার মধ্যে শোকজ় নোটিসের জবাব চাওয়া হয়েছে।না হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ।
তবে স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে , ‘শিক্ষক বা অশিক্ষক কর্মীরা এই মিছিলে অংশ নেননি। স্কুল ছুটির পর পড়ুয়ারা অংশ নিয়েছিল। স্কুলে ওই দিন পঠনপাঠন ও হয়।