
সুনন্দা দত্ত,হুগলী:সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে “চোর ” ও জয় বাংলা স্লোগান। ব্যাপক চাঞ্চল্য হুগলির সাহেব – হাটতলা এলাকায় ।প্রসঙ্গত রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে মন্দির প্রাঙ্গন সাফাই অভিযানে নেমেছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। সেই মতো হুগলীর ধনিয়াখালি সাহেব হাটতলা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শনিবার হনুমান পুজো করতে যান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। । সেখান থেকে কয়েক মিটার দূরেই তৃণমূল কংগ্রেসের একটি পথসভার প্রস্তুতি হচ্ছিল। সেই রাস্তা দিয়েই লকেট চট্টোপাধ্যায় ফেরার সময় উপস্থিত তৃণমূল কর্মীরা সাংসদ কে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকেন।কিছুক্ষনের জন্য সাংসদের গাড়ী আটকেও যায়।এই বিষয়ে লকেট বলেন আমরা অরাজনৈতিক কাজে এসেছিলাম।কিন্তু তৃনমূল তাদের স্বভাব মতোই কোন কিছু না বুঝেই বিরোধিতা করছে।