
স্পোর্টস ডেস্ক : সুপার কাপে প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে জেতার পরে হায়দরাবাদ হায়দরাবাদ এফসির সঙ্গেও জয় পেলো মোহনবাগান সুপার জায়ান্টস। এদিন খারাপ খেলেও হারা ম্যাচ জিতলো ফলে সেটা প্রশংসার যোগ্য। এদিন ম্যাচের শুরুতেই ৫ মিনিটের মাথায় হায়দরাবাদ এফসি প্রথমবার যথাযথ আক্রমণ শানায় মোহনবাগানের বক্সে। যদিও তাদের আক্রমণ প্রতিহত হয়। এর ২ মিনিট পরেই ৭ মিনিটে মোহনবাগানের ডিফেন্ডার ও গোলকিপারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করেন হায়দরাবাদের ছুঙ্গা। ২৫ মিনিটে মোহনবাগানের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন রাবি। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথম পোস্ট এড়িয়ে বল চলে যায় মাঠের বাইরে।৪০ মিনিটে কর্ণার আদায় করে নেন ছুঙ্গা। তবে কর্ণার থেকে গোল করতে পারেনি হায়দরাবাদ। ৪১ মিনিটে ফের বাগানের বক্সে হানা দেয় হায়দরাবাদ। তবে এবার অফ-সাইডের জন্য ভেস্তে যায় তাদের আক্রমণ। ৪২ মিনিটের মাথায় কামিন্সকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন নিম দরজি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকে মোহনবাগান। সেকেন্ড হাফের শুরুতেই ৪৬ মিনিটের মাথায় বক্সের ভিরত থেকে নেওয়া ছুঙ্গার বাঁ-পায়ের শট অল্পের জন্য গোল পোস্ট এড়িয়ে মাঠের বাইরে চলে যায়।৫০ মিনিটে গোলের সুযোগ নষ্ট মোহনবাগানের।কামিন্সের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুহেল। পোস্টের ঠিক সামনে সুহেল বলে পা ছোঁয়ালেই গোল পেয়ে যেত মোহনবাগান। ৬৯ মিনিটে রাবির চিপ থেকে বল ধরে নেন আর্শ। প্রতিআক্রমণে গোলের সুযোগ তৈরি করে ফেলে হায়দরাবাদ। তবে সতর্ক ছিলেন বাগান গোলকিপার। ৭০ মিনিটের মাথায় কিয়ানের ক্রস থেকে শট নেন কামিন্স। কোনও রকমে গোল বাঁচান কাট্টিমণি।৭২ মিনিয়ে ছুঙ্গার ক্রস থেকে বল ধরে বাগানের পোস্ট লক্ষ্য করে শট নেন রাবি। গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। বল ধরে নেন আর্শ। ৭৩ মিনিটে পেত্রাতোসের শটে বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৫ মিনিটে রাজকে তুলে নিয়ে রবিকে মাঠে নামায় মোহনবাগান।৮৪ মিনিটের মাথায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন নিম দরজি। ফলে রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন হায়দরাবাদ অধিনায়ককে। ৮৮ মিনিটের মাথায় জেরেমির আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতায় ফেরে মোহনবাগান।এর ২ মিনিট পরেই ৯০ মনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। বক্সের ভিতরে হুগোকে ফেলে দেন মার্ক। ৯২ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি পেত্রাতস। এদিন রাতে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।