
ওঙ্কার ডেস্ক: আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ডের সাজা দিল পাক আদালত। ইমরানের পাশাপাশি তাঁর স্ত্রী বুশরা বিবিকেও একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারপতি।
সূত্রের খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে যে সংশোধনাগারে ইমরান খান বন্দি রয়েছেন সেখানে দুর্নীতি বিরোধী আদালত বসানো হয়। আদালত আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করেছে। বিচারপতি নাসির জাভেদ রানা শুক্রবার এই রায় ঘোষণা করেন। এর আগে তিনবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের সাজা শোনানোর পাশাপাশি জরিমানাও করেছেন বিচারপতি। ইমরানকে ১০ লাখ ও বুশরাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে ইমরানকে অতিরিক্ত ছয় মাস এবং বুশরাকে অতিরিক্ত তিন মাস কারাগারে থাকতে হবে।