নিজস্ব প্রতিনিধিঃ জানুয়ারির শেষ সপ্তাহে হতে চলেছে পাকিস্তানের নির্বাচন। বৃহস্পতিবার এ কথাই জানাল পাকিস্তান নির্বাচন কমিশন। ২০২৪ এর জানুয়ারির শেষ সপ্তাহে সাধারন নির্বাচন হবে। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। শোনা হবে রাজনৈতিক দলগুলির মতামত।দ্রুত প্রকাশ করা হবে তালিকা।
পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আগামী ২৭ সেপ্টেম্বর নয়া নির্বাচনী এলাকাগুলির প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষে বিপক্ষে কি কি যুক্তি রয়েছে তা শোনা হবে। শোনার পর আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সাধারন নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে মড়িয়া পাকিস্তান নির্বাচন কমিশন।
জানা গিয়েছে অক্টোবরে পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করবে কমিশন। নির্বাচনী প্রচারের জন্য দেওয়া হবে ৫৪ দিনের সময় দেওয়া হবে বলে “দ্যা ডন” পত্রিকায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ অগাস্ট সংসদ ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে ভাঙতে হয় সরকার। সেই সময় দেশ চালানোর দায়ভার বর্তায় কেয়ারটেকার সরকারের ওপর। বর্তমানে পাকিস্তানের ‘কেয়ার টেকার’ প্রধানমন্ত্রী আনওয়ার উল হক।