
সুরজিৎ দাস, নদীয়া : পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী চক্রের মূল পান্ডা। নদীয়া পুলিশের বুদ্ধিমত্তার জেরে গ্রেফতার হয়েছে তিন দালাল ও। সুত্র মারফত জানা গিয়েছে, নদীয়ার ধানতলা ও গাংনাপুর থানার পুলিশ গোপন ভাবে দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন তিনজনের উপর। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মূল মদতদাতা হলেন এই তিন অভিযুক্ত। তিন অভিযুক্তের নাম আশিক শেখ (২২), আবুজ্জেল মন্ডল (৪৪) ও কাসিম শেখ (৪৩)। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও গ্রেফতারের নির্দেশ জারি করা হয়েছিল।
বেশ কিছুদিন যাবত ওঁত পেতে ছিল নদীয়া পুলিশ। সুযোগ পেতেই নদীয়ার ধানতলা থানার মনসাহাটি এলাকা এবং গাংনাপুর থানার পুটখালী এলাকা থেকে পুলিশ পাকড়াও করে তিন দালালকে। সুত্র মারফত জানা যায়, বুধবার ধৃত তিনজনকেই আদালতে তোলা হয়েছে।
ভিডিও দেখুন-