
স্পোর্টস ডেস্ক : মধুর প্রতিশোধ। বছর দুয়েক আগে বিশ্বকাপে ফাইনালে হারের শোধ তুলে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। ১২ বছর পর রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবেন রোহিত শর্মা-রা। মঙ্গলবার দুবাইয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে কাপ জেতা থেকে আর মাত্র একটা ম্যাচ দূরে থাকলেন রোহিত শর্মা-রা। ২৬৮ রান তাড়া করতে নেমে ৪৩ রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। শুবমন গিল (৮) ও রোহিত শর্মা (২৮) পরপর প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু সেখান থেকে রান তাড়া করায় দুনিয়ার অন্যতম সেরা কোহলি আরও একবার বোঝালেন কেন তাঁকে বিশ্বসেরাদের তালিকায় রাখা হয়। প্রথমে শ্রেয়স আইয়ারকে নিয়ে তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করে। শ্রেয়স (৪৫) ভাল খেলার পর জাম্পার বলে বোল্ড হয়ে যান। সেখান থেকে অক্ষর প্যাটেল (২৬) ও কেএল রাহুল-কে নিয়ে দলকে জয়ের দোগরড়ায় পৌঁছে দেন কোহলি। জাম্পার বলে আউট হয়ে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করেন বিরাট (৯৮ বলে ৮৪ রান)। ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকা অথবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে আগামী ৯ মার্চ খেলবে।