
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ ফুলবাড়িতে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মানের স্থলবন্দর। ফুলবাড়ি সীমান্ত পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় ।
রবিবার দুপুরে ফুলবাড়ি সীমান্ত এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। ফুলবাড়ি বিএসএফ ক্যাম্প অফিসে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সাংসদ। সেখান থেকে, সীমান্তের কাঁটাতার ঘেঁষা এক জায়গায় যান তিনি। সঙ্গে ছিলেন, বিএসএফ আধিকারিকরা এবং স্থানীয় বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। প্রকল্পের জন্য, একটি জায়গা সাংসদকে দেখান বিএসএফ আধিকারিকদের।
সাংসদ জানান, ‘গত তিন বছর আগে থেকে এলাকায় নতুনভাবে বৃহৎ আকারে স্থলবন্দর তৈরির চেষ্টা শুরু করেছিলাম। কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে জমি পাওয়া যাচ্ছিল না।‘ তিনি আরও বলেন, বর্তমানে অবশ্য রাজ্য সরকার জমি চিহ্নিত করবে বলে জানা গিয়েছে। একই বিষয়ে রাজ্যের মুখ্য সচিব বিষয়টির তদারকি করছে বলে জানান, জলপাইগুড়ির সাংসদ।
ফুলবাড়িকে ইতিমধ্যেই স্থলবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া রয়েছে। কিন্তু সেইমতো পরিকাঠামো নেই এলাকায়। বেশিরভাগ যানবাহন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। অত্যাধুনিক স্থলবন্দর তৈরি হলে এলাকার শিল্প-বাণিজ্যে ব্যাপক উন্নয়ন ঘটবে। এতে উপকৃত হবেন ভারত ও বাংলাদেশ দুই দেশের মানুষ, বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।