
নিজস্ব সংবাদদাতা:বাংলা, বিহারের এবং ঝারখন্ডের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা হোক এবার এমনটাই প্রস্তাব দিলেন নিশিকান্ত দুবে। বৃহস্পতিবার সংসদে, বিজেপি সাংসদের দাবি করেন, মালদা, মুর্শিদাবাদ, কাটিহার, কৃষাণগঞ্জ এবং আরারিয়া অঞ্চলে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন বাংলাদেশীয় অনুপ্রবেশের কারণে বদলে যাচ্ছে ওই অঞ্চলের জনবিন্যাস। তাঁর দাবি কেন্দ্রশাসিত অঞ্চল না করলে অস্তিত্ব থাকবে না হিন্দুদের। সংসদে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ওই এলাকার প্রয়োজনে কেন্দ্রীয় দল পাঠাতে হবে, নিয়ম জারি করতে হবে যাতে ধর্মান্তরিত না হয়।