
স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ, বিশাখাপত্তনমের পর রাজকোট, চলতি সিরিজের প্রথম ৩টি টেস্ট ম্যাচই পঞ্চম দিনে গড়াল না। সহজেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। রাজকোট টেস্টে ৪৩৪ রানে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ৪১ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। এই অলরাউন্ডার অসাধারণ পারফরম্যান্স দেখালেন। প্রথম ইনিংসে শতরান করার পর ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, বল হাতে কামাল করলেন। যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, সরফরাজ খানের পাশাপাশি রাজকোট টেস্টে ভারতীয় দলের অন্যতম নায়ক জাডেজা।