
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে , সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁর বিশেষ বিমান ‘এয়ার ফোর্স টু’তে দিল্লির এয়ার ফোর্স স্টেশন পালমে নামে । সকাল ১০টায় তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেছে “India Welcomes Vice President Vance” লেখা বিশাল হোর্ডিং। সঙ্গে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স, তাঁদের সন্তানরা, এবং আমেরিকার প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্তা। চার দিনের এই সফর যখন শুরু হল, তখন দুই দেশের সম্পর্কের মেরুকরণ ঘটছে হোয়াইট হাউসের নতুন ট্যারিফ ঘোষণাকে ঘিরে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায়, ভারতীয় পণ্যের উপর বসতে চলেছে ২৬ শতাংশ আমদানি শুল্ক। এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটেই ভ্যান্সের সফর ঘিরে কূটনৈতিক মহলে উৎসাহ তুঙ্গে।
কী কী থাকছে ৪ দিনব্যাপী ভ্যান্সের ভারত-সফরে ?
প্রথম দিন :
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবনেই মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ভ্যান্স। আলোচনার কেন্দ্রে থাকবে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক, নতুন চুক্তি ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও মজবুত করার উপায়।
সূত্রের খবর, ভারতের পক্ষ থেকে আলোচনায় থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশসচিব বিক্রম মিশ্রী এবং আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন ক্বাত্র।
বৈঠকের আগে ভ্যান্স পরিবার দিল্লির স্বামিনারায়ণ অক্ষরধাম মন্দির দর্শন করবেন এবং স্থানীয় হস্তশিল্প বাজারে ঘুরে দেখবেন। সেখান থেকেই তাঁরা রওনা দেবেন জয়পুরের উদ্দেশে।
ভ্যান্স পরিবারের জয়পুরে থাকার বন্দোবস্ত হয়েছে ঐতিহাসিক রামবাগ প্যালেসে।
দ্বিতীয় দিন : ঐতিহ্যের রঙে রাঙা জয়পুর সফর
২২ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকে জয়পুরের বিখ্যাত স্থাপত্য ও ঐতিহ্যের দর্শন করবেন ভ্যান্স ও তাঁর পরিবার। প্রথমে আম্বার ফোর্ট, তারপর হাওয়া মহল, জান্তার মান্তার এবং অন্যান্য সাংস্কৃতিক স্থান।
সন্ধ্যায় রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, যেখানে ‘ট্রাম্প প্রশাসনে ভারত-মার্কিন সম্পর্ক’ নিয়ে আলোচনা হবে। কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশ্লেষকদের উপস্থিতিতে হবে এই আলোচনা।
এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গেও আবার বৈঠক করবেন তিনি।
তৃতীয় দিন : আগ্রার টান, তাজের দর্শন
২৩ এপ্রিল ভ্যান্স পরিবার পাড়ি দেবেন আগ্রার দিকে। তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হতে হাজির হবেন আগ্রার এই বিশ্ববিখ্যাত সৌধে। পাশাপাশি ঘুরে দেখবেন ‘শিল্পগ্রাম’, একটি মুক্তাঙ্গন হস্তশিল্প মেলা।
সন্ধ্যার দিকে আবার ফিরে আসবেন জয়পুরে।
চতুর্থ দিন : সফরের ইতি
২৪ এপ্রিল সকালে জয়পুর থেকেই বিদায় নেবেন ভ্যান্স ও তাঁর পরিবার। শেষ হবে তাঁর প্রথম ভারত সফর। কিন্তু রেখে যাবেন বহু আলোচনার সূত্র, বিশেষত বর্তমান ট্যারিফ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত-মার্কিন কূটনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল।