
স্পোর্টস ডেস্ক :স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় দল। পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মার্ক মিরালেস। দ্বিতীয় কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান হরমনপ্রীত। এরপর তিনিই তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি স্পেন। ফলে অলিম্পিক্সে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পেল ভারতের পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিক্সে চতুর্থ পদক পেল ভারত।গোটা প্রতিযোগিতায় ভালো খেলেছে ভারত। তবে সেমিফাইনাজলে জার্মানির কাছে হেরে বিরাট স্বপ্নভঙ্গ হয় ভারতীয় হকি দলের। ফাইনাফলে উঠতে না পারলেও ভারতের পদকের একটা সম্ভাবনাত ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটাই করে দেখালেন হরমনপ্রীত-শ্রীজেশরা। স্পেনকে হারিয়ে ভারতকে চতুর্থ পদক এনে দিলেন হকি খেলোয়াড়রাই।
l৫২ বছর পর আবার পর পর দুই অলিম্পিক্সে পদক জিতল ভারত। এর আগে ১৯৬৮ এবং ১৯৭২ সালে শেষবার পর পর অলিম্পিক্সে পদক জিতেছিল ভারত। ৫২ বছর পর সেই ইতিহাস ফেরালেন হরমনপ্রীতরা। টোকিও এবং প্যারিস পর পর অলিম্পিক্সে পদক পেল ভারতীয় হকি দল। ম্যাচ জিতে উচ্ছাসের সাগরে ভাসে গোটা ভারতীয় হকি দল।