
স্পোর্টস ডেস্ক : বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে ১০৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। সোমবার ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ফলে সহজ জয় পেল ভারতীয় দল। এই জয়ে দলের ২ তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল ও শুবমান গিল এবং পেসার জসপ্রীত বুমরার অবদান থাকল। দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনও ভালো বোলিং করলেন। হায়দরাবাদে হারের পর সিরিজে প্রত্যাবর্তনের জন্য ভারতীয় দলের এই জয় দরকার ছিল। ব্যাটিং ও বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিলেন যশস্বী-বুমরারা। এই জয় সিরিজের বাকি ৩ ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।দুই টেস্টে ১৫ উইকেট দখলে নিয়ে দুই দলের বাকি বোলারদের পিছনে ফেলেছেন জসপ্রীত বুমরাহ। বিশাখাপত্তনম টেস্ট ১০৬ রানে জিতে ভারত সিরিজে সমতা ফেরানোর পর ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ।
প্রথম ইনিংসে ৪৫ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেছিলেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৬ রানের বিনিময়ে তিনটি উইকেট পান। বুমরাহ তাক লাগিয়ে দিয়েছেন রিভার্স স্যুইং ও বিষাক্ত ইয়র্কারে। ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, বুমরাহ আমাদের চ্যাম্পিয়ন বোলার। এমন পারফরম্যান্স অনেক দিন ধরেই উপহার দিচ্ছেন। ভারত অধিনায়কের কথায়, এমনভাবে জেতা সম্ভব হয় সামগ্রিক পারফরম্যান্সের নিরিখেই। এই কন্ডিশনে টেস্ট জেতা সহজ হবে না জানতাম। বোলাররা এগিয়ে এসেছেন। আজ দুই সেশনেই ইংল্যান্ডের ৯টি উইকেট ফেলে দেয় ভারত। যার জেরে রাজকোট টেস্টের আগে সিরিজ ১-১। বুমরাহ অবশ্য পরিসংখ্যান নিয়ে ভাবেন না। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে ভারতের ১ নম্বর পেসার বলে দিলেন, আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী নই, এতে চাপ বাড়ে। দলকে জেতাতে পেরে ভালো লাগছে। বুমরাহ অলি পোপকে যে ইয়র্কাকে বোল্ড করেছিলেন তা নিয়ে চর্চা অব্যাহত। ভারতীয় পেসার জানিয়ে দিলেন, ইয়র্কার রপ্ত করেছেন ছোটবেলা থেকেই।
বুমরাহ বলেন, টেনিস বলে ক্রিকেট খেলার সময় থেকেই ইয়র্কার রপ্ত করি। মনে হতো উইকেট পাওয়ার একমাত্র অস্ত্র এমন ডেলিভারি। ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম ও জাহির খানকে দেখেই ইয়র্কার যে নিখুঁত করে তুলেছেন, সেটাও জানাতে ভোলেননি বুমরাহ। ভারতীয় বোলিং আক্রমণে নিজেকে লিডার হিসেবে না ভাবলেও বুমরাহ বলেন, আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলেছি। আমার দায়িত্ব রয়েছে তরুণদের গাইড করা। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও নানা বিষয়ে যে তাঁর কথা চলতে থাকে সে কথাও উল্লেখ করেছেন।
জেমস অ্যান্ডারসন রয়েছেন প্রতিপক্ষ দলে। তবে তাঁর সঙ্গে কোনও দ্বৈরথ বা প্রতিযোগিতায় নামতে নারাজ বুমরাহ। বুমরাহ বলেন, আমি তাঁর বোলিং উপভোগ করি সব সময়। ক্রিকেটারের আগে আমি একজন ফাস্ট বোলিং ফ্যান। কেউ ভালো করলে তাঁকে তারিফ করতেই হয়। আমি নিজে পরিস্থিতি ও উইকেট অনুযায়ী কী করলে ভালো হবে সেই বিকল্পটিই বেছে নিই।