
ওঙ্কার ডেস্ক : পাকিস্তানি হামলায় প্রত্যাঘাত ভারতের। লাগাতার আক্রমণ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার রাতে পাঞ্জাব সহ ২৬ টি জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। যদিও ড্রোনগুলি নষ্ট করে দেওয়া হয় ভারতীয় সেনার তরফ থেকে। তারপরের শনিবার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব সচিব বিক্রম মিশ্রি। সাংবাদিক বৈঠকের জানানো হয় যে বিনা প্ররোচনায় হামলার মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের ঘন জনবসতিপূর্ণ এলাকাতে ড্রোন হামলা চালিয়েছে পাক সেনা।
এছাড়াও ভারতের পশ্চিম সীমান্ত বরাবর আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সাংবাদিক বৈঠকে বলা হয় পাকিস্তানের যেকোনো পদক্ষেপে দুটো দ্রুত জবাব দেওয়ার জন্য সম্পন্ন রয়েছে ভারতীয় বাহিনী। ভারত চাই উত্তেজনা প্রশমিত হোক , কিন্তু পাকিস্তান যদি তাতে সাড়া দেয়। এছাড়াও বলা হয় পাকিস্তানের আচরনের উত্তেজনা বাড়ছে, প্রত্যুত্তর দিচ্ছে ভারত। এদিন বৈঠকে আরো বলেন ২৬ টি জায়গায় পাক বিমান ভারতে ঢোকার চেষ্টা করেছিল শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত । রাত একটা ৪০ মিনিট নাগাদ আর পাঞ্জাবের বিমান ঘাঁটিতে আক্রমণের চেষ্টা চালায়। এমনকি যুদ্ধ শর্ত লঙ্ঘন করে হাসপাতালে স্কুলেও হামলার চেষ্টা করে পাকিস্তান। এটাও সাংবাদিক বৈঠকে উপস্থিত উইয়ং কমান্ডার ব্যোমিকা সিং জানান পাকিস্তান যে দাবি তুলছে তারা ভারতের সুরাট সিরসায় বিমান ঘাঁটিতে থাকা এস ৪০০ সিস্টেম নষ্ট করেছে তা সম্পূর্ণ মিথ্যে।