
অঞ্জন চট্টোপাধ্যায়: আর কিছুক্ষণের মধ্যেই টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পরে আর টি২০ বিশ্বকাপ আসেনি ভারতের। তেমনই ২০১৩ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়েছে ভারত। সেটাই শেষ আইসিসি ট্রফি। শেষবার ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ভারতের। তেমন এইবার প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। এদিন কলকাতায় এক পাঁচতারা হোটেলে রুবরিকান্ত সংস্থার এক অনুষ্ঠানে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন,’খাতায় কলমে ভারত শক্তিশালী দল ওরা ফেভরিটও । কিন্তু মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। আশা করছি ভারত জিতবে। আর ২০২৩ বিশ্বকাপ ফাইনাল রোহিত শর্মার নেতৃত্বতে ভারত ৭ মাস আগেই হেরেছে। এবারেও যদি হারে রোহিত বার্বাডোজের নদীতে ঝাঁপ মারবে।’ দক্ষিণ আফ্রিকা দলকে নিয়ে সৌরভ বললেন,ভুলেও এই ভারতের বিরুদ্ধে পরে ব্যাট কোরো না। দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করে দিচ্ছি। ভারতের এই বোলিং আক্রমণের বিরুদ্ধে পরে ব্যাট করলে পস্তাতে হবে।দক্ষিণ আফ্রিকার কাছে এটা বিরাট এক মুহূর্ত। ভেবে দেখুন এমন একটা দল যারা ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন কাটিয়ে ফিরেছে, ৩২ বছর লাগল কোনও বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে। তাই এই ম্যাচ দুই দলের কাছেই বড় মুহূর্ত।’বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে সৌরভ বললেন,’কোনো ব্যাপার নয় গত কয়েক বছরে ধারাবাহিকভাবে রান করে এসেছে। একটা টুর্নামেন্ট খারাপ যেতেই পারে। দ্রাবিড় সচিনদের সঙ্গে একই সারিতে সর্বকালের সেরাদের মধ্যে আছে কোহলি।’