
শঙ্কু কর্মকার,বালুরঘাটঃ টোটোর ধাক্কায় জখম ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ছাত্রের। ঘটনাকে ঘিরে উত্তেজনা বালুরঘাট হাসপাতালে। মৃতের পরিজনেরা হাসপাতালে ভাঙচুর করেছে বলে জানা গিয়েছে।
পতিরামে শিবের মাথায় জল ঢালতে গিয়ে টোটোর ধাক্কায় জখম এক ছাত্র। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা হয়নি বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা বালুরঘাট হাসপাতালে। মৃতের পরিজনেরা হাসপাতালে ভাঙচুর করেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সোমবার ভোর চারটা নাগাদ তার পরিবারের সাথে পতিরামে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল রঘুনাথপুর এলাকার বাসিন্দা শিবম শর্মা। সে সময় একটি বেপরোয়া টোটো পিছন থেকে ধাক্কা মারে। গুরুতর আহত হয় শিবম। আহত আবস্থায় বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হলে দীর্ঘক্ষণ চিকিৎসকরা চিকিৎসা করেনি বলে রোগীর পরিবারের অভিযোগ। চিকিৎসা না পেয়েছি ওই ছাত্রের মৃত্যু ঘটেছে অভিযোগ তুলে বালুরঘাট হাসপাতাল ভাঙচুর করে ছাত্রের পরিবার।
খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রসঙ্গত, আর জি কর হাসপাতাল ঘটনা নিয়ে তোলপাড় জেলায় জেলায় হাসপাতাল গুলি। কর্ম বিরতির ডাক দিচ্ছেন সমগ্র ডাক্তার থেকে নার্সের। কর্মী অভাবে প্রায় অচল অবস্থা হয়ে পড়ছে হাসপাতাল গুলি।