
ওঙ্কার ওয়েব ডেস্ক: ১৪৪ বছর পরে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতীয় সংস্কৃতির সঙ্গে এদেশের অনগ্রসর বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়াদের পরিচিত করাতে মহাকুম্ভ উপলক্ষে অভিনব উদ্যোগ নিয়েছে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আরএসএস সূত্রের খবর, মোট ৮ হাজার পড়ুয়াকে মহাকুম্ভে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, এই উদ্যোগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শিক্ষা শাখা বিদ্যাভারতীর।
সঙ্ঘ এই কার্যক্রমের নামকরণ করেছে কুম্ভ দর্শন। সূত্রের খবর, যে ৮ হাজার পড়ুয়া সঙ্ঘের নেতৃত্বে গত বৃহস্পতিবার মহাকুম্ভে এসে পৌঁছেছে, ওরা সকলেই দলিত সম্প্রদায়ের অন্তর্গত। ওদের সকলের বয়স ১০ বছরের বেশি বলে জানা গিয়েছে। এছাড়া ওদের সঙ্গে রয়েছেন বাবা-মায়েরা। বিদ্যাভারতীর তরফে জানানো হয়েছে, মহাকুম্ভ দর্শনে ওই পড়ুয়াদের প্রয়াগরাজে নিয়ে আসার আরেক প্রধান উদ্দেশ্য ওরা যাতে ভারতের আধ্যাত্মিক সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।
সঙ্ঘের অভিযোগ, এদেশের অনগ্রসর সম্প্রদায়ের বসবাসের এলাকাগুলোতে গিয়ে খ্রিস্টান যাজকরা অনগ্রসর সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্ত করে ওঁদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রয়াস রুখতে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ৮ হাজার পড়ুয়াকে অভিভাবক-সহ মহাকুম্ভ দর্শনে নিয়ে আসা হয়েছে। কুম্ভমেলার ৯ নম্বর সেক্টরে স্থাপিত শিবিরে ওদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ভিডিও দেখুন-